লাইটের পোকা তাড়ানোর ৮টি উপায় সম্পর্কে জেনে নিন
সূচিপত্রঃ লাইটের পোকা সহ অন্যান্য পোকা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন
ঘর থেকে পোকামাকড় তাড়ানোর উপায়
ঘর থেকে পোকামাকড় তাড়ানোর উপায় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা ঘর থেকে পোকামাকড় কিভাবে তাড়ানো যায় তার উপায় সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ঘর থেকে পোকামাকড় তাড়ানোর বেশ কয়েকটি উপায় রয়েছে। নিচের আলোচনায় সেগুলো দেওয়া হলোঃ
তেলাপোকা দূর করতেঃ
ঘরে অনেক সময় তেলাপোকা দেখা যায়। এটি কিভাবে দূর করবেন? এটি আপনারা দূর করার জন্য একটি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন। এজন্য প্রথমে আপনারা গোল মরিচের গুঁড়া নিবেন, নিবেন পেঁয়াজের রস এবং নিবেন রসুনের রস। এরপর এই সবগুলো উপকরণকে একসঙ্গে পেস্ট তৈরি করে তরল অবস্থায় রূপান্তর করবেন। তারপর আপনারা একটি স্প্রে করা যায় এমন একটা বোতল নিয়ে তাতে এই তরলটি ভরে ঘরের যে জায়গায় তেলাপোকা দেখতে পাবেন। সেই জায়গায় স্প্রে করে নিবেন। এতে করে তেলাপোকা দূর হয়ে যাবে।
ছারপোকা দূর করতেঃ
ছারপোকা দূর করার জন্য আপনারা একটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। এজন্য আপনারা পেঁয়াজের রস সংগ্রহ করে একটি স্প্রে বোতলে ভরে দিবেন। তারপর ঘরের যে জায়গা গুলোতে ছারপোকা দেখতে পান। সেই জায়গা গুলোতে এই স্প্রেটি ব্যবহার করবেন। এতে করে ঘরের থাকা যাবতীয় ছারপোকা খুব সহজে দূর হয়ে যাবে।
পিঁপড়ে তাড়ানোর ক্ষেত্রেঃ
যে সকল জায়গা গুলোতে পিঁপড়ে রয়েছে। সে সকল জায়গাগুলোতে লেবুর রস স্প্রে করতে পারেন। কিংবা আপনারা চাইলে ভিনেগার স্প্রে করতে পারবেন। এগুলো স্প্রে করলে পিঁপড়েরা পালিয়ে যায়। কেননা এগুলোর গন্ধ পিঁপড়েরা সহ্য করতে পারে না। এছাড়াও আপনারা দারুচিনি গুড়া পিঁপড়ের থাকা জায়গা গুলোতে ছড়িয়ে দিতে পারেন। এমনকি আপনি চাইলে পিঁপড়ের থাকা জায়গা গুলোতে লবঙ্গ ছড়িয়ে দিতে পারেন। এতে করে এটি পিঁপড়ে তাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মশা তাড়ানোর ক্ষেত্রেঃ
অনেক সময় ঘরে মশার উপদ্রব বেড়ে যায়। যা বিরক্তিকর পরিস্থিতির শিকার করে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যেতে পারে। এজন্য আপনারা ঘরের আশেপাশে তুলসী গাছ লাগিয়ে দিবেন। এতে করে মশা ঘরে ঢুকবে না। এছাড়াও আপনারা নিমের পাতাকে পানিতে ফুটিয়ে এর পানি ঘরের চারিদিকে ছিটিয়ে দিতে পারেন। এটি করার ফলেও ঘরে মশা সহজে ঢুকবে না। এছাড়াও মশা তাড়ানোর ক্ষেত্রে পুদিনা তেল ঘরের চারদিকে স্প্রে করে দিতে পারেন। এতে করে মশার উপদ্রব কমানো সম্ভব হবে।
মাছি তাড়ানোর ক্ষেত্রেঃ
মাছি তাড়ানোর ক্ষেত্রে আপনারা ঘরোয়া একটি উপায় অবলম্বন করতে পারেন। এজন্য আপনারা প্রথমে লেবু নিবেন। তারপরে এই লেবুর মাঝে এক টুকরো লবঙ্গ রেখে দিবেন। এই লেবু এবং লবঙ্গের গন্ধ ঘরে মাছি প্রবেশে বাধা প্রদান করবে। এই উপায়টি ট্রাই করে দেখতে পারেন।
পাখির বাসা তৈরি করাঃ
ঘর থেকে পোকামাকড় তাড়ানোর জন্য ঘরের আশেপাশে পাখির বাসা তৈরি করা যেতে পারে। ঘরের আশেপাশে পাখির বাসা থাকলে পাখিরা খুব সহজে এ সকল পোকামাকড় গুলো খেয়ে নিতে পারে। আর এর ফলে ঘর থেকে যাবতীয় পোকামাকড় দূর করা সম্ভব হয়।
বাড়ির আশপাশ পরিষ্কার রাখাঃ
লাইটের পোকা তাড়ানোর উপায়
লাইটের পোকা তাড়ানোর উপায় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা লাইটের পোকা কিভাবে দূর করা যায় তা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। লাইটের পোকা একটি বিরক্তকর বিষয়। এই পোকা লাইটে আসার কারণে ঘরে চলে আসে। যার কারণে খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন কাজে বিরক্ত করে। তাই আপনি কিভাবে সহজে এই লাইটের পোকা দূর করতে পারেন তা নিচে দেওয়া হলোঃ
হলুদ আলো ব্যবহার করাঃ
সাধারণত সাদা কিংবা নীল ধরনের আলো পোকারা খুব সহজেই দেখতে পাই। আর এর ফলে এই আলো যেখানে জলে সেই জায়গায় পোকারা ঘোরাঘুরি করে। তাই আপনার বাসা বাড়িতে রাতে যখন আলো জ্বালাবেন তখন চেষ্টা করবেন এ সকল আলোর পরিবর্তে হলুদ আলো জ্বালানোর। কেননা এই হলুদ আলো পোকারা খুব সহজে দেখতে পায় না। একই সঙ্গে এটি পোকারা খুব একটা পছন্দ করে না। যার কারণে হলুদ আলো ব্যবহার করলে লাইটে পোকা হওয়া থেকে দূরে থাকবেন।
তুলসী গাছ লাগিয়েঃ
লাইটের এসব বিরক্তকর পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরের আশেপাশে তুলসী গাছ লাগাতে পারেন। তুলসী গাছ লাগানোর ফলে এর যে গন্ধ রয়েছে তা পোকারা সহ্য করতে পারে না। যার কারণে আপনার ঘরের লাইটে থাকা পোকা লাইট জ্বালানোর ফলে সহজে লাইটে কিংবা ঘরে প্রবেশ করবে না। এজন্য আপনারা ঘরের পাশে তুলসী গাছ লাগানোর চেষ্টা করুন।
পেঁয়াজের ব্যবহারঃ
পেঁয়াজকে কাজে লাগিয়ে লাইটের পোকা দূর করা যায়। এজন্য প্রথমে আপনাদের পেঁয়াজকে কেটে এর রস বের করে নিতে হবে। এরপর এই রস একটি বোতলে ভরে লাইটের পোকার জায়গায় স্প্রে করতে হবে কিংবা ঘরের যে জায়গাগুলোতে পোকা ঘুরঘুর করছে সেই জায়গা গুলোতে স্প্রে করতে হবে। এর গন্ধ পোকারা নিতে না পারায় খুব সহজেই তারা পালিয়ে যাবে।
রসুনের ব্যবহারঃ
রসুনকে কাজে লাগিয়েও লাইটের পোকা দূর করা যায়। এজন্য প্রথমে আপনারা রসুনকে ভালোভাবে কেটে নিয়ে এর ভেতর থেকে রস বের করে নেবেন। এরপর আপনারা একটি বোতলে পানির সাথে রস মিস করে লাইটের পোকার কাছে স্প্রে করবেন। কিংবা ঘরের যে জায়গা গুলোতে পোকা রয়েছে সেই জায়গাগুলোতেও স্প্রে করবেন। এটি করার ফলে এর গন্ধ পোকারা সহ্য করতে পারবে না। ফলে খুব সহজেই পোকারা পালিয়ে যাবে।
বাড়ির আশপাশ পরিষ্কার রাখাঃ
বাড়ির আশেপাশে যদি আবর্জনা পড়ে থাকে কিংবা পোঁচা কোন কিছু পড়ে থাকে। তাহলে সেই জায়গাগুলো থেকে পোকামাকড়ের উৎপাত হয়ে থাকে। তাই বাড়ির আশেপাশ যাতে পরিষ্কার থাকে সেই দিকে বিশেষ নজর রাখতে হবে। এই জায়গাগুলো থেকেই মূলত মশা মাছির উৎপাত বেশি হতে দেখা যায়। এই জায়গা গুলোতেই এ সকল পোকামাকড়েরা ডিম পেড়ে থাকে। এজন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখার চেষ্টা করুন।
চিরুনি পাতার ব্যবহারঃ
পোকামাকড় দূর করার ক্ষেত্রে চিরুনি পাতা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই পাতার একটা বিকট গন্ধ রয়েছে। যেই গন্ধটি পোকামাকড়রা সহ্য করতে পারে না। তাই লাইটের পোকা দূর করার জন্য এই পাতার গন্ধকে কাজে লাগানো যেতে পারে। এই পাতার বিকট গন্ধ লাইটের এবং ঘরের আশেপাশে থাকা পোকামাকড় দূর করে থাকবে।
বাথরুমের পোকা তাড়ানোর উপায়
বাথরুমের পোকা তাড়ানোর উপায় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা বাথরুমের পোকা কিভাবে খুব সহজে দূর করা যায় সেই সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। কয়েকটি কাজের মাধ্যমে বাথরুমের পোকা দূর করা যায়। নিচে সেগুলো আলোচনা করা হলোঃ
- এজন্য আপনারা নিয়মিত বাথরুমের ড্রেনকে পরিষ্কার রাখবেন। কেননা এই ড্রেন থেকেই বাথরুমের পোকার উৎপত্তি হয়ে থাকে। তাই এই ড্রেন পরিষ্কার রাখা খুব জরুরী। এই ড্রেন পরিষ্কার করার জন্য আপনারা প্রথমে গরম পানি নিবেন, তারপর নিবেন বেকিং সোডা, তারপর নিবেন ভিনেগার। এই তিনটি উপকরণকে একসঙ্গে মিস করে বাথরুমের ড্রেনে ঢেলে দিবেন। এটি সপ্তাহে আপনারা এক থেকে দুইবার করার চেষ্টা করবেন। এতে করে ড্রেন পরিষ্কার থাকবে। ফলে বাথরুমের পোকার উৎপত্তি কমবে।
- বাথরুমের পোকা তাড়ানোর জন্য নিম তেল বিশেষ উপকারি হতে পারে। এজন্য আপনারা নিম তেল নিয়ে এর সাথে পানি মিস করে বাথরুমের আশেপাশে স্প্রে করে ফেলুন। এতে করে বাথরুমের পোকার উৎপত্তি কমে থাকবে। এছাড়াও আপনারা বাথরুমের আশেপাশে ন্যাপথালিন কিংবা লবঙ্গ রেখে দিতে পারেন। এগুলোও বাথরুমের পোকা প্রতিরোধ করতে সহায়তা করে থাকবে।
- বাথরুমের পোকা তাড়ানোর জন্য বাথরুমে লেবুর খোসা রেখে দিতে পারেন। এর গন্ধের কারণেও পোকা দূর হয়ে থাকবে। এছাড়াও আপনারা চাইলে বাথরুমে তেজপাতা রেখে আসতে পারেন।তেজপাতার গন্ধ পোকারা সহ্য করতে পারে না। যার ফলে পোকা দূর হয়ে থাকবে। এছাড়াও আপনারা চাইলে বাথরুমে পোকা মারার স্প্রে ব্যবহার করে বাথরুম থেকে পোকা দাঁড়াতে পারেন।
চ্যালা পোকা দূর করার উপায়
চ্যালা পোকা দূর করার উপায় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা চ্যালা পোকা কিভাবে দূর করা যায় তার নিয়মাবলী জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। চ্যালা পোকা দূর করার জন্য আপনারা কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন। চ্যালা পোকা মূলত একটি ছোট ধরনের পোকা।
যা সাধারণত অন্ধকার কিংবা ভিজে জায়গায় অবস্থান করে থাকে। এজন্য আপনারা ঘরবাড়ি সব সময় পরিষ্কার রাখবেন। বাথরুম কিংবা রান্নাঘর কখনো ভিজে অবস্থায় রাখবেন না। এছাড়াও আপনারা বই খাতা একসঙ্গে অনেক দিন যাবত জমা অবস্থায় রাখবেন না। কেননা এই জায়গা গুলো থেকেও এই পোকার উৎপত্তি হয়ে থাকে।
এই পোকা প্রতিরোধ করার জন্য লবঙ্গ কিংবা দারুচিনির গুড়া ব্যবহার করতে পারেন। এগুলোর গুড়া এই পোকাগুলো সহ্য করতে পারে না। এই উপায়গুলো অবলম্বন করার পাশাপাশি আপনারা চাইলে বাজার থেকে চ্যালা পোকা ধ্বংস করার জন্য কীটনাশক কিনে আনতে পারেন। এভাবে আপনারা চ্যালা পোকা খুব সহজেই দূর করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে উপরের আলোচনা থেকে লাইটের পোকা তাড়ানোর উপায় সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।
গুনগুনি পোকা তাড়ানোর উপায়
গুনগুনি পোকা তাড়ানোর উপায় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা গুনগুনি পোকা কিভাবে তাড়াতে পারেন তা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
বাড়িতে জমা অবস্থায় রাখবেন না। গুনগুনি পোকা দূর করার জন্য আপনারা একটি বোতলে পানির সাথে নিম তেল মিশিয়ে এবং এর সাথে লবঙ্গ মিশিয়ে স্প্রে করতে পারেন। তাহলে এই পোকা গুলো দূর করা যাবে। এছাড়াও আপনারা যদি জানলা কিংবা দরজায় নেট দিয়ে দেন। তাহলে এ সকল গুনগুনি পোকা প্রবেশ করতে পারবে না।
তাছাড়াও আপনারা ঘর বাড়ি পরিষ্কার করার সময় ল্যাভেন্ডার কিংবা পেপারমিন্ট তেল ব্যবহার করে ঘরবাড়ি পরিষ্কার করবেন। কেননা এগুলোর গন্ধ পোকারা সহ্য করতে পারবেনা। ফলে গুনগুনি পোকা দূরে থাকবে। এছাড়াও আপনারা চাইলে গুনগুনি পোকা থাকা জায়গায় একটি মগে পানির সাথে ডিটারজেন্ট গুলে রেখে দিতে পারেন।
এতে করে গুনগুনি পোকাগুলো এতে পড়ে যাবে। ফলে পোকা নিধন করা যাবে। এই উপায়গুলো অবলম্বন করার চেষ্টা করুন। তাহলে খুব সহজেই গুনগুনি পোকা দূর করতে সক্ষম হবেন। এছাড়াও আপনারা চাইলে উপরের আলোচনা থেকে লাইটের পোকা তাড়ানোর উপায় সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।
বিছানার পোকা দূর করার উপায়
বিছানার পোকা দূর করার উপায় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা বিছানায় পোকা দূর করার জন্য কি কি উপায় অবলম্বন করতে পারেন তা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বিছানায় পোকা দূর করার জন্য বেশ কিছু কার্যকর পদ্ধতি রয়েছে। নিচে সেগুলো আলোচনা করা হলোঃ
বিছানায় থাকা পোকা গুলো রাতে জেগে উঠে এবং মানুষের রক্ত খেয়ে থাকে। এজন্য আপনারা বিছানার চাদরকে কিংবা বালিশের কভারকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে তা রোদে শুকাতে দিবেন। এছাড়াও আপনারা বাজার থেকে বিছানার পোকা মারার কীটনাশক আনতে পারেন। তারপর সেই কীটনাশক ব্যবহার করে দেখতে পারেন। তবে এটি ব্যবহারের আগে সতর্ক হতে হবে।
কারণ বাড়িতে শিশু থাকলে তাদের এটি থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। বিছানা পোকা মুক্ত রাখার জন্য ঘরবাড়ি পরিষ্কার রাখা সবচাইতে বেশি জরুরী। বিছানায় সাধারণত ছারপোকার উৎপাত বেশি হয়ে থাকে। তাই আপনারা এই ছারপোকার হাত থেকে বিছানকে মুক্ত রাখার জন্য ঘরের যে জায়গা গুলোতে ছারপোকা রয়েছে, সেই জায়গাগুলো ল্যাভেন্ডার তেল দিয়ে স্প্রে করে নিবেন।
এছাড়াও আপনারা বিছানার পোকা দূর করার জন্য বিছানার যে জায়গা গুলোতে ছারপোকার পরিমাণ বেশি রয়েছে, সেই জায়গা গুলো কড়া রোদে শুকাতে দিন। তাহলে এই ছারপোকা গুলো মরে যাবে। এছাড়াও এই পোকার হাত থেকে বিছানাকে রক্ষা করার জন্য ন্যাপথলিনের গুড়া ব্যবহার করতে পারেন। তাছাড়াও পুদিনার পাতা বিছানার আশেপাশে রেখে দিতে পারেন।
কেননা এর গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। ফলে এটি পালিয়ে যাবে। বিছানার কাপড় পোকামুক্ত রাখার জন্য এই উপায়গুলো অবলম্বন করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে উপরের আলোচনা থেকে লাইটের পোকা তাড়ানোর উপায় এবং ঘর থেকে পোকামাকড় তাড়ানোর উপায় সম্পর্কেও বিস্তারিত জেনে আসতে পারেন।
কেরা পোকা দমনের উপায়
কেরা পোকা দমনের উপায় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা কেরা পোকা দূর করার যাবতীয় উপায় গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। কেরা পোকা দূর করার কিছু গুরুত্বপূর্ণ উপায় রয়েছে। নিচে সেগুলো আলোচনা করা হলোঃ
- কেরা পোকা মূলত একটি ক্ষতিকর পোকা। যেটি বিশেষ করে আসবাবপত্র, কাঠ এমনকি ঘরের যাবতীয় কাঠামো নষ্ট করার পেছনে ভূমিকা রাখে। এই পোকাকে দমন করার জন্য বোরিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। এজন্য আপনারা যে সকল আসবাবপত্রগুলোতে কেরা পোকা রয়েছে, সেই জায়গা গুলোতে এই এসিড ব্যবহার করুন। এই এসিড কেরা পোকা মেরে ফেলতে কার্যকরী ভূমিকা রাখবে।
- কেরা পোকা দূর করার ক্ষেত্রে নিমের তেল ব্যবহার করতে পারেন। যে সকল জায়গা গুলোতে কেরা পোকা দেখতে পারবেন। সেই সকল জায়গায়গুলোতে পানির সাথে নিমের তেল ব্যবহার করে স্প্রে করতে থাকুন। এছাড়াও আপনারা চাইলে পানির সাথে লবণ ব্যবহার করে কেরা পোকা থাকার জায়গা গুলোতে দিয়ে এই পোকাকে ধ্বংস করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আসবাবপত্রের যে জায়গা গুলোতে এই পোকা রয়েছে, সেই জায়গাটি রোদের দিকে রাখতে পারেন। এতেও এই পোকা মরবে।
- ঘরের যে কোনা গুলোতে কেরা পোকা রয়েছে, সেই জায়গাগুলো নারকেল তেলের সঙ্গে করপুর মিশিয়ে স্প্রে করতে পারেন। এতে করে কেরা পোকা পালিয়ে যাবে। তাছাড়াও আপনারা নিয়মিত আপনাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোন ধরনের খাবার দাবার বা ময়লা যাতে ঘরে পড়ে না থাকে সেই দিকে নজর দিবেন। কেননা এই সকল জায়গা থেকেই কেরা পোকা উৎপত্তি লাভ করে।
শুয়োপোকা তাড়ানোর উপায়
শুয়োপোকা তাড়ানোর উপায় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা শুয়োপোকা কিভাবে তাড়াতে পারেন তা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। শুয়োপোকা তাড়ানোর কিছু পদ্ধতি রয়েছে। নিচের আলোচনায় সেগুলো দেখানো হলোঃ
- এজন্য আপনারা রসুনের রস এবং মরিচের গুঁড়াকে পানিতে মিশিয়ে যে সকল জায়গায় গুলোতে শুয়োপোকা দেখতে পাবেন সেই সকল জায়গাগুলোতে এই পানি স্প্রে করুন। এতে করে শুয়োপোকা তাড়ানো সম্ভব হবে। এছাড়াও আপনারা নিমের তেলের সাথে পানি মিস করে দিয়ে শুয়োপোকা থাকা জায়গা গুলো প্রে করতে পারেন। এ কাজটি করার ফলেও শুয়োপোকা তাড়ানো সম্ভব হবে।
- শুয়োপোকা সাধারণত গাছে দেখতে পাওয়া যায়। এজন্য আপনারা সাবান কিংবা ডিটারজেন্টের গুড়া পানিতে মিস করে দিয়ে শুয়োপোকা থাকা জায়গাগুলো স্প্রে করে ফেলবেন। এতে করে এই পোকা গুলো নিধন হয়ে থাকবে। এছাড়াও আপনারা পানির সাথে লবণ মিস করে দিয়ে শুয়োপোকার উপর স্প্রে করতে পারেন। এতে করে এই পোকা গুলো পালিয়ে থাকবে।
উনকি পোকা তাড়ানোর উপায়
উনকি পোকা তাড়ানোর উপায় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা উনকি পোকা কিভাবে তাড়ানো যায় তা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। উনকি পোকা তাড়ানোর বেশ কিছু কার্যকর পদ্ধতি রয়েছে। নিচের আলোচনায় সেগুলো তুলে ধরা হলোঃ
- এজন্য আপনারা সাদা ভিনেগার নিন । তারপর আপনারা এই ভিনেগারটি পানির সাথে মিস করে ফেলুন। এরপর তা উনকি পোকা থাকা জায়গায় স্প্রে করুন। এতে করে এই পোকা তাড়ানো সম্ভব হবে। যেহেতু এই পোকা স্যাঁতস্যাঁতে জায়গায় বাস করে থাকে। তাই রান্নাঘর সহ আরো অন্য জায়গা গুলোতে যাতে এরকম না হয়ে থাকে। সেই দিকে বিশেষ নজর রাখবেন। উনকি পোকা থাকা জায়গাগুলোতেও আপনারা চাইলে ছোট ছোট সাদা সাদা ন্যাপথালিননের বল রাখতে পারেন। এর গন্ধের কারণেও এই পোকা দূর হবে।
- উনকি পোকা দূর করার জন্য রান্না করার চুলার পাশে লবঙ্গ কিংবা শুকনো তেজপাতা রাখতে পারেন। এর যে গন্ধ রয়েছে সেই গন্ধের ফলে উনকি পোকা দূর হয়ে থাকবে। এছাড়াও আপনারা সব সময় চেষ্টা করবেন রান্না করার চুলার আশপাশ যেন সব সময় পরিষ্কার থাকে অর্থাৎ এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে উনকি পোকা বাসা বাধার সুযোগ পায় না। এছাড়াও আপনারা চাইলে উপরের আলোচনা থেকে লাইটের পোকা তাড়ানোর উপায় সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।
রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url