ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন জানুন ১০টি কারণ
ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন এই সম্পর্কে আপনাদের জেনে নেওয়া
প্রয়োজন। কেননা একটি ওয়েবসাইটের জন্য একটি ইউনিক ডোমেইন নেম নির্বাচন করা
গুরুত্বপূর্ণ। তাই ডোমেইন সম্পর্কে জানা প্রয়োজন।
ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে
নিচের দেওয়া লেখাগুলো খুব যত্ন সহকারে পড়ার চেষ্টা করতে হবে। তাহলেই মূলত
আপনারা ডোমেইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
সূচিপত্রঃ ডোমেইন নেম সম্পর্কে যাবতীয় তথ্য বিস্তারিত জেনে নিন
ডোমেইন কি
ডোমেইন কি এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা ডোমেন কি তা
সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। চলুন তাহলে বিস্তারিত দেখে নেওয়া
যাক। সাধারণত ডোমেইন বলতে একটি নামকে বোঝানো হয়। যা কোন ওয়েবসাইটের ঠিকানা
হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বলতে গেলে বলা যায় ডোমেইন নামের মাধ্যমে কেউ
নির্দিষ্ট কোন ওয়েবসাইট সহজেই খুঁজে বের করতে পারে।
সাধারণত যে সকল ডোমেইন নেম গুলো ব্যবহার হয়ে থাকে সেগুলো ইউনিক হয়ে থাকে।
অর্থাৎ একই নামে কখনো একাধিক ডোমেইন থাকতে পারে না। সবচেয়ে বড় কথা হলো কেউ
যদি একবার একটি ডোমেন নেম রেজিস্ট্রেশন করে তাহলে সেই একই নামে অন্য কেউ আর সেই
ডোমেইনটি ব্যবহার করতে পারেনা।
বিশেষ করে যারা একটি ব্লগ ওয়েবসাইট অথবা নিজের বিজনেস পরিচালনা করে থাকে।
তাদের একটি নিজস্ব ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটের একটি নিজস্ব ডোমেইন নেম
থাকে। সহজ কথায় ডোমেইন বলতে বুঝায় কোন ওয়েবসাইটের নামকে যেমন google.com,
facebook.com, twitter.com, youtube.com, instagram.com ইত্যাদি।
ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন
ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের
এই পর্বে আমরা ডোমেইন নাম রেজিস্ট্রেশন কেন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত
আলোচনা করার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বর্তমান সময় ডিজিটাল
প্রযুক্তির যুগ। যার কারণে এই সময় ইন্টারনেটের মাধ্যমে যাবতীয় কাজকর্ম পরিচালিত
হয়ে থাকে। বিশেষ করে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
যেমন ব্যবসা, শিক্ষা, বিনোদন সহ আরো নানা ক্ষেত্রে। কিন্তু ইন্টারনেটের জগতে
প্রবেশের জন্য আমাদের দরকার হবে একটি ডোমেইন নামের। ডোমেইন বলতে একটি বিশেষ নামকে
বোঝানো হয়। যা মূলত আমাদের ওয়েবসাইটকে ইন্টারনেটের অন্যান্য সাইট থেকে আলাদা
করে থাকে। নিচের আলোচনায় ডোমেইন নেম কেন রেজিস্ট্রেশন করা লাগে সেই সম্পর্কে
আলোকপাত করা হলোঃ
অনন্যতা নিশ্চিতকরণঃ
ইন্টারনেটে যতগুলো ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটি ওয়েবসাইটের ডোমেইন নেম ভিন্ন
ভিন্ন হয়ে থাকে। মূলত রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় যে
আপনার নির্বাচিত ডোমেইনটি আর কেউ ব্যবহার করার সুযোগ পাবে না। এটি আপনার
ওয়েবসাইটের পরিচয়কে বহন করে এবং সেই সাথে ডোমেইন নামটি আপনাকে ইন্টারনেটের
অন্যান্য ওয়েবসাইট থেকে আলাদা করে থাকে।
ডোমেইন নেম নির্বাচন করার সময় এমন একটি ডোমেইন নেম নির্বাচন করতে হবে যেটি ইউনিক
হয়। যাতে দর্শকরা সহজেই আপনার সেই ওয়েবসাইটটি খুঁজে পায়। মূলত ডোমেইন নামের
মাধ্যমে ইন্টারনেটের মতো বিশাল সমুদ্রে আপনার ব্র্যান্ডকে আলাদা করে তোলা সম্ভব
হয়। সেই সাথে এটি আপনার দর্শকদের কাছে একটি স্বতন্ত্র পরিচয় বহন করে থাকে।
বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিঃ
একটি ইউনিক ডোমেইন নেম আপনার ব্যবসা বা ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য
পেশাদারিত্বের প্রতীক হিসেবে কাজ করে থাকে। এটি আপনার দর্শকের মধ্যে
বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আপনি যদি একটি ভালো ডোমেইন নেম
নির্বাচন করতে পারেন, তাহলে সহজেই দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং তাদের
মধ্যে একটি ইতিবাচক ধারণা সৃষ্টি করতে পারবেন। তাছাড়াও আপনার যদি একটি পেশাদার
ডোমেইন নাম থাকে, তাহলে দর্শকরা আপনার ওয়েবসাইটকে আরও বিশ্বাস করবে এবং আপনার
প্রদত্ত তথ্য, পণ্য বা পরিষেবার উপর নির্ভয়ে ভরসা রাখতে পারবে।
ব্র্যান্ডিং এবং মার্কেটিংঃ
একটি ডোমেইন নেম এর মাধ্যমে সহজেই ব্র্যান্ডিং এবং মার্কেটিং করা যায়। একটি
ইউনিক ডোমেইন নেম যেটি সহজেই মনে রাখা যায় এবং প্রাসঙ্গিক ডোমেইন নেম আপনার
ব্যবসার প্রচারণা এবং গ্রাহকদের সাথে সংযোগ স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে থাকবে। সেই সাথে একটি ভাল ডোমেইন নেম আপনার ব্যান্ডের সচেতনতা
বাড়াতে সহায়তা করে থাকবে।
সেই সাথে আপনার লক্ষ্য বাজারে পৌঁছাতে সাহায্য করে। একটি ডোমেইন
নেম নির্বাচন করার সময় খেয়াল রাখবেন যাতে সেটি আপনার ব্যবসার নাম বা
প্রধান কার্যকলাপের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এতে করে আপনার ব্যবসা বা কার্যাবলীর
সম্পর্কে আপনার দর্শকরা সহজেই আকৃষ্ট হবে। সেই সাথে আপনার ব্র্যান্ডের পরিচিতি
বাড়বে। তাছাড়াও আপনার ডোমেইন নেমটি যদি সহজেই উচ্চারণ করা যায় এবং সংক্ষিপ্ত
হয়, তাহলে এটি দর্শকের জন্য সহজে মনে রাখা এবং শেয়ার করা সহজ হবে।
আইনি সুরক্ষাঃ
একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি আইনি সুরক্ষা নিশ্চিত করতে
পারবেন। একটি ইউনিক ডোমেইন নেম থাকার কারণে আপনার নামটি কপিরাইট বা ট্রেড মার্ক
আইন দ্বারা সুরক্ষিত থাকবে। যার কারণে এই ডোমেইন নেমটি অন্য কেউ আর ব্যবহার করার
সুযোগ পাবে না। সেই সাথে আপনার ডোমেইন নামের অধিকার নিশ্চিত থাকবে।
আপনি যদি আইনি সুরক্ষা নিশ্চিত করতে পারেন তাহলে আপনার ব্যবসার নাম এবং
ব্র্যান্ডকে অনুমোদনহীন ব্যাবহার থেকে রক্ষা করতে পারবেন। আইনি সুরক্ষা শুধুমাত্র
আপনার ব্র্যান্ডের সুরক্ষায় জন্য নয় বরং এটি একটি শক্তিশালী আইনি ভিত্তি স্থাপন
করে যা আপনার ব্যবসাকে ভবিষ্যতের জন্য আরও স্থিতিশীল করে তুলে। তাই আইনের সুরক্ষা
নিশ্চিত করা অনেক বেশি জরুরী।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
আপনি যদি একটি ডোমেইন নাম নির্বাচন করার সময় প্রাসঙ্গিক এবং কিওয়ার্ড সমৃদ্ধ
ডোমেইন নেম নির্বাচন করতে পারেন। তাহলে তা সার্চ ইঞ্জিন গুলোতে আপনার ওয়েবসাইটের
দৃশ্যমানতা বৃদ্ধিতে সহায়তা করবে। এই ধরনের ডোমেইন নেম আপনার ওয়েবসাইটকে উচ্চতর
স্থানে স্থাপন করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকবে। যার ফলে আপনি আপনার
ওয়েবসাইটের জন্য আরও বেশি দর্শক পেতে পারবেন এবং আপনার ব্যবসা আরো দ্রুত গতিতে
এগিয়ে যাবে।
তাছাড়াও আপনার ডোমেইন নামটি যদি আপনার ব্যবসার প্রধান কিওয়ার্ড গুলোর সাথে
সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে তা সার্চ ইঞ্জিন গুলোতে আপনার সাইটের র্যাংকিং উন্নত
পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করবে। যা মূলত আরো বেশি সংখ্যক দর্শক এবং সম্ভাব্য
গ্রাহকদের আপনার ওয়েবসাইটে নিয়ে আসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকবে।
ইমেল পেশাদারিত্বঃ
একটি ডোমেইন নাম রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি একটি পেশাদার ইমেইল ঠিকানা পেতে
পারবেন। যেমন সেটি হতে পারে yourname@example.com। সাধারণত একটি ডোমেইন নামের
মাধ্যমে আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক পরিচয়কে আরো পেশাদার এবং বিশ্বাসযোগ্য
করে তোলা সম্ভব হয়। একটি পেশাদার ইমেল ঠিকানা আপনার গ্রাহক এবং ক্লায়েন্টদের
মধ্যে আপনার সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করতে সহায়তা করে।
সেই সাথে এটি আপনার ব্যবসার পরিচিতি বৃদ্ধিতে এবং গ্রাহকদের সাথে যোগাযোগ স্থাপন
করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই আপনার নিজস্ব ডোমেইন নামটি যদি
ইমেইল ঠিকানা ব্যবহার করে তাহলে আপনি আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়াতে
পারবেন। যা আপনার ব্যবসাকে আরো দ্রুত করতে এগিয়ে নিতে সহায়তা করবে।
দীর্ঘমেয়াদী বিনিয়োগঃ
একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা হয়ে
থাকে। এটি করার মাধ্যমে আপনার ব্র্যান্ডের মূল্য বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে আপনার
ব্যবসাকে আরো এগিয়ে নিতে যেতে সহায়তা করে। সাধারণত একটি শক্তিশালী এবং
প্রতিষ্ঠিত ডোমেইন নাম আরো বেশি ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করতে পারে এবং
আপনার ব্যবসাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করে থাকে। এজন্য একটি ভালো
ডোমেইন নাম সিলেক্ট করতে হবে। যেটি আপনার ব্যবসার স্থিতিশীলতা এবং বিকাশ
নিশ্চিত করতে পারে এবং ভবিষ্যতের জন্য আপনার ব্যবসার সম্প্রসারণ করতে কার্যকরী
ভূমিকা রাখতে পারে।
সহজ যোগাযোগ ও স্মরণীয়তাঃ
আপনি যদি আপনার ডোমেইন নামটি নির্বাচন করার সময় এমন একটি ডোমেইন নাম নির্বাচন
করেন যেটি সহজেই উচ্চারণ করা যায় এবং সেটি সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক হয়। তাহলে
এতে করে আপনার দর্শকরা সহজেই আপনার নামটি মনে রাখতে পারবে। আর এর ফলে আপনার
ওয়েবসাইটের ঠিকানাকে আরো বেশি সহজে শেয়ারযোগ্য এবং দর্শকের মনে একটি স্থায়ী
ছাপ ফেলতে পারবে। আর এজন্য একটি ভালো ডোমেইন নেম নির্বাচন করা দরকার।
যেটি আপনার ওয়েবসাইটেকে অন্যান্য সাইটের থেকে আলাদা করবে এবং এটি আপনার লক্ষ্য
দর্শকের মধ্যে আরও প্রচারিত করবে। তাছাড়াও আপনার ডোমেইন নাম যদি সহজেই
উচ্চারণ করা যায়। তাহলে এটি মুখে মুখে প্রচারের জন্য বেশি কার্যকর হবে। আপনার
গ্রাহক এবং দর্শকরা সহজেই আপনার ডোমেইন নামটি মনে রাখতে পারবে এবং মানুষের কাছে
শেয়ার করতে পারবে। যা আপনার ওয়েবসাইটের জন্য অধিক সংখ্যক ভিজিটর আনতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বব্যাপী উপস্থিতিঃ
একটি ডোমেইন নামকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে
বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে পারেন। এটি আপনাকে আন্তর্জাতিক গ্রাহকদের কাছে
যোগাযোগ স্থাপনে সহায়তা করবে। তাছাড়াও এটি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য
বৈশ্বিক পরিচিতি প্রদান করতে সহায়তা করবে। এছাড়াও আপনি যদি একটি ইউনিক ডোমেইন
নেম নির্বাচন করতে পারেন, তাহলে এই ডোমেইন নামটি আপনার ওয়েবসাইটকে বিভিন্ন
ভাষা ও সংস্কৃতির দর্শকদের কাছে সহজেই গ্রহণযোগ্য করে তুলবে।
তাছাড়াও একটি ইউনিক ডোমেইন নেম আপনাকে বিশ্বব্যাপী একটি বিস্তৃত বাজারে
প্রবেশ করতে সাহায্য করবে। সেই সাথে আপনার ব্যবসার বৃদ্ধির সুযোগের হারকে
ত্বরান্বিত করবে। এছাড়াও আপনার ডোমেইন নামটা যদি বিভিন্ন ভাষায় সহজেই
উচ্চারণ করা যায় এবং মানানসই হয় তাহলে এটি আপনাকে বৈশ্বিক পর্যায়ে আরো পরিচিত
করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকবে।
ট্রাফিক এবং রাজস্ব বৃদ্ধিঃ
একটি ইউনিক ডোমেইন নাম রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনার কোন পণ্য বা
পরিষেবার বিক্রয় বৃদ্ধি পেয়ে থাকে এবং আপনার ব্যবসার আর্থিক অবস্থাকে আরো
শক্তিশালী করে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও একটি
প্রভাবশালী ডোমেইন নাম রেজিস্ট্রেশন করার ফলে আপনার ব্যবসার জন্য একটি
শক্তিশালী অনলাইন উপস্থিতি তৈরি করতে পারে।
যা আপনার ব্যবসার স্থায়িত্ব এবং সাফল্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বড়
কথা হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুব সহজ এবং এটি দ্রুত সম্পন্ন
করা যায়। সেই সাথে এটি আপনার ওয়েবসাইটকে দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য সহায়তা
করে থাকে। তাই একটি ইউনিক ডোমেইন নেম নির্বাচন করে তার রেজিস্ট্রেশন করা
প্রয়োজন।
ডোমেইন এর প্রকারভেদ
ডোমেইন এর প্রকারভেদ সম্পর্কে আপনাদের বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন। আজকের
এই পর্বে তাই আমরা ডোমেইন এর প্রকারভেদ সম্পর্কে যাবতীয় তথ্য বিস্তারিত
জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে তা জেনে নেওয়া যাক। বর্তমান সময়ে
প্রায় অনেক ধরনেরই ডোমেইন এক্সটেনশন রয়েছে। কিন্তু আমরা সবাই কম বেশি
.com এক্সটেনশন সম্পর্কেই বেশি জেনে থাকি। অর্থাৎ এই ডোমেইন এক্সটেনশনটি
আমাদের কাছে সবচাইতে বেশি পরিচিত। তাই আমরা নিজের আলোচনায় .com এক্সটেনশন
ছাড়াও আরো অন্যান্য সকল এক্সটেনশনের পাশাপাশি ডোমেইন এর বিস্তারিত
প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হলো:
ডোমেইন নাম মূলত ৫ প্রকার
- Top-Level Domains
- Country Code Top Level Domains
- Generic Top-Level Domains
- Second-Level Domains
- Third Level Domains
Top-Level Domains
Top-Level Domains বলতে বুঝায় Hierarchy তে যে ডোমেইন এক্সটেনশন
গুলো সব থেকে উপরে রয়েছে সেগুলোকে। অথবা যে ডোমেইন এক্সটেনশন গুলো সবচাইতে
বেশি ব্যবহৃত হয় সেগুলোকে বুঝিয়ে থাকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো .com,
.net, .org ইত্যাদি।
Country Code Top Level Domains
সাধারণত Country Code Top Level Domains ডোমেইন এর মাধ্যমে কোন একটি
নির্দিষ্ট দেশের ওয়েবসাইটকে বোঝানো হয়ে থাকে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি
.bd দ্বারা বাংলাদেশকে বোঝানো হয়ে থাকে। ঠিক একই ভাবে .in দিয়ে ইন্ডিয়া,
.us দিয়ে আমেরিকা, .ca দিয়ে কানাডা বুঝিয়ে থাকে।
Generic Top-Level Domains
Generic Top-Level Domains এই ডোমেইন গুলো সাধারণত ডোমেইন মতোই হয়ে
থাকে। তবে ক্ষেত্র বিশেষে এর ব্যবহার অনেক কম হয়ে থাকে। অন্যান্য যে সকল সাধারণ
ডোমেইন রয়েছে সেগুলো প্রায়ই সকলেই ব্যবহার করতে পারে। কিন্তু এই ডোমেইন
গুলো সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয় না। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি .edu.bd
এই ডোমেইনটি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। এটি আর অন্য
কেউ ব্যবহার করতে পারেনা। ঠিক একইভাবে .mil.bd ডোমেইনটি সামরিক সংস্থার ক্ষেত্রে
ব্যবহার হয়ে থাকে। যার কারণে সামরিক সংস্থা ছাড়া এই ডোমেইনটি অন্য কেউ
ব্যবহার করতে পারে না।
Second-Level Domains
Second-Level Domains এটি হলো মূলত ডোমেইন নামের অংশ।
যেটি Top-Level Domains এর ঠিক আগে থাকে। উদাহরণ হিসেবে বলতে গেলে বলা যায়
itnuthosting.com এখানে itnuthosting হলো Second-Level Domains.
আর .com হলো Top-Level Domains.
Third Level Domains
সাধারণত Third Level Domains বলতে একটি ডোমেইন নামকে বুঝিয়ে থাকে।
কিংবা ওয়েবসাইটের ঠিকানার অংশকে বুঝিয়ে থাকে। যেটি মূলত Second-Level Domains
এর আগে বসে থাকে। অন্যভাবে Third Level Domains কে সাব ডোমেইন বলা হয়ে
থাকে। এর কারণ হলো তারা কখনো কখনো একটি ওয়েবসাইটের নির্দিষ্ট বিভাগ বা পেজকে
নির্দিষ্ট করে থাকে। তাই তাদের সাব ডোমেইন বলা হয়ে থাকে।
ডোমেইন নেম কেনার উপায়
আপনি চাইলে ডোমেইন নেম কেনার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন।
আজকের এই পর্বে আমরা ডোমেইন নেম কিভাবে কিনতে হয় তার বিস্তারিত আলোচনা করার
চেষ্টা করবো। চলুন তাহলে তা জেনে নেওয়া যাক। আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য
ডোমেইন নেম কিনতে আগ্রহী হন তাহলে আপনাকে ডোমেইন নেম সেলারের কাছ থেকে
নিবন্ধন করে নিতে হবে।
ডোমেইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনার এই
ডোমেইন নেমটি সংরক্ষণ করার প্রক্রিয়া। একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার
পর আপনাকে বছরে একবার এর লাইসেন্স নবায়ন করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনি অগ্রিম
10 বছরের জন্য অর্থ প্রদান করে দিয়ে আপনার ডোমেইন নেমটি অগ্রিম নবায়ন করে নিতে
পারেন।
সাধারণত ডোমেইন নিবন্ধক বলতে বুঝায় যে সকল কোম্পানি বা সংস্থাগুলো ডোমেইন নেম
নিবন্ধন, বিক্রি বা পরিচালনা করে থাকে তাদেরকে বুঝায়। বর্তমান সময়ে
ডোমেইন রেজিস্ট্রেশন কিংবা কেনার জন্য অনেক ধরনের ডোমেইন রেজিস্টার
কোম্পানি রয়েছে। যাদের কাছ থেকে আপনি ডোমেইন কিনে নিতে পারবেন।
আরো পড়ুনঃ ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে দেখবো এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন
এমন সকল বিখ্যাত কোম্পানিগুলোর নাম হলো Namecheap, Bluehost, HostGator, Godday,
Name Silo ইত্যাদি। এগুলো মূলত ইন্টারন্যাশনাল কোম্পানি। এগুলোর কাছ থেকে
ডোমেইন নেম কিনতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড ব্যবহার করতে হবে।
যেমন আপনার যদি মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থাকে। তাহলে আপনি
এগুলোর মাধ্যমে খুব সহজেই ডোমেইন কিনে নিতে পারবেন।
ভালো ডোমেইন নেম নির্বাচন করার উপায়
আপনি চাইলে ভালো ডোমেইন নেম নির্বাচন করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিতে
পারেন। আজকের এই পর্বে আমরা একটি ভালো ডোমেইন নেম নির্বাচন করার উপায়
সম্পর্কে বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করবো। চলুন তাহলে তা দেখে নেওয়া যাক।
আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য ভালো একটি ডোমেইন নেম নির্বাচন করতে নিচের
এই উপায় গুলো অবলম্বন করতে পারেন।
- এমন একটি ডোমেইন নেম নির্বাচন করার চেষ্টা করবেন। যাতে সেইডোমেইন নামটি অর্থবোধক হয়।
- ডোমেইন নেম নির্বাচন করার সময় খেয়াল রাখবেন যাতে ডোমেইন নেমটি দুইটি শব্দের মধ্যে হয়। এমনটা হলে ভালো হয়। অথবা একটি শব্দ দিয়েই যদি আপনার প্রয়োজন মিটে যায় সেটিও নির্বাচন করতে পারেন।
- ডোমেইন নেম বেশি লম্বা রাখার চেষ্টা করবেন না। কারণ বেশি লম্বা ডোমেইন নেম মুখস্ত করা কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এমন একটি ডোমেইন নেম নির্বাচন করতে হবে যাতে সেটি সহজ হয়। একজন ভিজিটর একবার আপনার ওয়েবসাইট ভিজিট করার পর আরেকবার যখন আপনার ওয়েবসাইট ভিজিট করার প্রয়োজন অনুভব করবে। তখন যাতে আপনার ডোমেইন নামটি সহজেই মনে থাকে তার এমন একটি ডোমেইন নেম নির্বাচন করতে হবে।
- ডোমেইন নেম নির্বাচন করার সময় এর মাঝে হাইফেন যাতে ব্যবহার না হয় সেই দিকে খেয়াল রাখবেন। চাইলে আপনি এটি ব্যবহার করতে পারেন। তবে এটি ব্যবহারে খুব একটা বেশি সুন্দর দেখায় না বরং এটি না ব্যবহার করলেই সবচাইতে ভালো দেখায়।
- ডোমেইন নেম নির্বাচন করার সময় আপনার ব্লগের টপিকের উপর ভিত্তি করে আপনার ডোমেইন নেম নির্বাচন করবেন। এইটা করলে সব চাইতে ভালো হবে।
আরো পড়ুনঃ কোন ভিপিএন সবচেয়ে ভালো জেনে নিন ১৭টি সেরা VPN সম্পর্কে
ডোমেইন নেম কেন প্রয়োজন
ডোমেইন নেম কেন প্রয়োজন এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন।
আজকের এই পর্বে আমরা ডোমেইন নেম কিসের জন্য প্রয়োজন সেই সম্পর্কে বিস্তারিত
আলোকপাত করার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। নানা কারণে ডোমেইন নেম
প্রয়োজন হয়ে থাকে নিচের আলোচনা থেকে তা আপনারা খুব সহজেই জানতে পারবেন।
- আপনি যখন নিজেকে ব্র্যান্ডিং হিসেবে গড়ে তুলতে চাইবেন। তখন আপনার পরিচিতির জন্য ডোমেইন নেম প্রয়োজন হবে।
- আপনার যদি কোন প্রতিষ্ঠান থাকে এবং আপনি যদি সেই প্রতিষ্ঠান সম্পর্কে অনলাইন এর মাধ্যমে সবার কাছে এই প্রতিষ্ঠান সম্পর্কে যাবতীয় তথ্য পৌঁছে দিতে চান। সেই ক্ষেত্রে আপনার ডোমেইন নেম প্রয়োজন পড়বে।
- আপনি যদি কোন ব্যবসার সাথে জড়িত হয়ে থাকেন এবং আপনি যদি চান আপনার ব্যবসাকে বিশ্বব্যাপী প্রচার করবেন। অথবা আপনার কাছে এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো বিশ্বব্যাপী প্রচারণা করতে চাইছেন। তাহলে আপনার একটি ডোমেইন নেম প্রয়োজন পড়বে।
- সাধারণত ক্লিনিকের মালিক গণ তাদের ক্লিকের প্রচারের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকে। আর এর জন্য একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে।
- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার গুণগত মান বাড়াতে এবং ভর্তি প্রক্রিয়া সহ সকল কার্যক্রম অনলাইন এর মাধ্যমে সম্পন্ন করার ক্ষেত্রে ওয়েবসাইট তৈরি করে থাকে। আর একটি ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন নামের প্রয়োজন পড়ে। সাধারণত এ সকল কারণগুলোর জন্যই ডোমেইন নেম এর প্রয়োজন পড়ে।
ডোমেইন এর কাজ কি
ডোমেইন এর কাজ কি এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা
ডোমেইন এর কাজ কি সেই সম্পর্কে বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করবো। চলুন তাহলে
তা জেনে নেওয়া যাক। সাধারণভাবে আপনি যখন কোন ব্রাউজার এর এড্রেসবারে যে কোন
ওয়েবসাইটের এড্রেস লিখে সার্চ করবেন তখন নিম্ন লিখিত ধাপগুলোর মাধ্যমে একটি
ডোমেইন কাজ করে থাকে।
উদাহরণ হিসেবে বলা যায় আপনি যখন www.hostseba.com ওয়েবসাইটিতে প্রবেশ
করবেন তখন নিচের নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন হয়ে থাকবে। এ কাজগুলোর মধ্যে
অন্যতম হলো প্রথমে এটি ব্রাউজার আইপি অ্যাড্রেস অনুসন্ধান করে। তারপর SG নেম
সার্ভারে রিকোয়েস্ট পাঠানো হয়। এরপর SG রিকুয়েস্টে গ্রহণ করে ফেললে
লোকাল সার্ভার হতে প্রাইমারি সার্ভারের সাথে যোগাযোগ করা হয়।
আরো পড়ুনঃ মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো জানুন বিস্তারিত
প্রাইমারি নেম সার্ভারে www.hostseba.com এর আইপি এড্রেস লোকাল নেম সার্ভারে
পাঠানো হয়ে থাকে। তারপর অবশেষে সেই www.hostseba.com সাইটটি ব্রাউজারে
প্রদর্শিত হয়ে থাকে। আর এভাবেই ডোমেইন কাজ করে থাকে। এছাড়াও আপনারা
চাইলে উপরের আলোচনা থেকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন এবং ডোমেইন
এর প্রকারভেদ এই সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।
ডোমেইন নেম এ www থাকে কেন
ডোমেইন নেম এ www থাকে কেন এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে
আমরা ডোমেইন নেম এ www থাকে কেন সেই সম্পর্কে বিস্তারিত আলোকপাত করার চেষ্টা
করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সাধারণত ডোমেইন নেম বলতে বুঝায় একটি
ওয়েবসাইটের অদ্বিতীয় টেক্সট এড্রেস বা আইপি এড্রেসকে। যেটি ডোমেইন নেমকে
প্রতিনিধিত্ব করে থাকে।
www এর পূর্ণরূপ হলো Word Wide Web। সাধারণত তিনটি প্রযুক্তির সাহায্যে
www গড়ে উঠেছে। সেগুলো হলো html, প্রটোকল এবং ওয়েব ব্রাউজার। প্রতিটি
ডোমেইন নেমে www থাকে। যেটি নির্দেশ করে ওয়েবসাইটটি বিশ্বের যেকোন
প্রান্ত থেকে যেকোনো সময় এক্সেস করা যাবে। আর এ কারণেই মূলত ডোমেইন নেম এ www
থাকে। এছাড়াও আপনারা চাইলে উপরের আলোচনা থেকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন
করতে হয় কেন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।
ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা কর
ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা কর এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই
পর্বে আমরা ডোমেইন নেম অদ্বিতীয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা
করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন
একটি ডোমেইন দিয়ে কখনোই দুইটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে এমনটি দেখতে
পাবেন না। কারণ ডোমেইনের নাম ভিত্তিক ip-address হয়ে থাকে।
আর সেই ip-address ধরেই আমরা নির্দিষ্ট ওয়েবসাইটকে খুঁজে পাই এবং
তাতে প্রবেশ করি। তবে যদি দুইটি ওয়েবসাইটের নাম একই হয়, তবে আইপি এড্রেস একই
হবে। যার কারণে আমরা যখন ইন্টারনেটে নির্দিষ্ট আইপি এড্রেস লিখে সার্চ করবো তখন
সার্চ ইঞ্জিন নিজেও বুঝতে পারবে না যে কোন ওয়েবসাইট সে আপনাকে দেখাবে। আর এর
কারণে আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হবে।
আরো পড়ুনঃ নাগরিক সেবা ও ই-কমার্সের সুবিধা ও অসুবিধা
আর এ জন্যই মূলত প্রতিটি ডোমেইনের ip-address আলাদা আলাদা হয়ে
থাকে। যার কারণেই বলা যায় যে ডোমেইন নেম অদ্বিতীয়। এছাড়াও আপনারা চাইলে
উপরের আলোচনা থেকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন এই সম্পর্কে
বিস্তারিত জেনে আসতে পারেন।
লেখকদের শেষ কথা
উপরের আলোচনা থেকে আমরা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন এই
সম্পর্কে বিস্তারিত জেনে এসেছি। আমরা সেই সাথে আরো জানতে সক্ষম
হয়েছি ডোমেইন এর প্রকারভেদ সম্পর্কেও। একটি ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোন ব্যবসা পরিচালনা করতে চাচ্ছেন এবং সেই ব্যবসার
প্রচার যাতে বেশি হয় সেই জন্য আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেই
ওয়েবসাইটের একটি ইউনিক নাম দিতে পারেন।
যেটির মাধ্যমে আপনার ব্যবসা সারা বিশ্বে পরিচালিত হয়ে থাকবে। সাধারণত একটি
ডোমেইন নেম একজনই ব্যবহার করতে পারবে। কেউ যদি একটি ডোমেইন নেম একবার
রেজিস্ট্রেশন করে নেই তাহলে সেই ব্যক্তি সেই ডোমেইন নেমটি ছেড়ে দেওয়ার আগ
পর্যন্ত অন্য কেউ এই ডোমেইন নেমটি রেজিস্ট্রেশন করতে পারবেনা। আমি উপরের আলোচনায়
ডোমেইন সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করেছি। আশা
করছি আপনারা যদি উপরের আলোচনাটি মনোযোগ সহকারে পড়ে থাকেন। তাহলে ডোমেইন সম্পর্কে
এ টু জেড বিস্তারিত জেনে নিতে পারবেন। আশা করছি এতে আপনাদের উপকার হবে।
রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url