৯টি ফ্রি ইনকাম সাইট বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানুন
ফ্রি ইনকাম সাইট বাংলাদেশ সম্পর্কে আপনি চাইলে বিস্তারিত জেনে নিতে পারেন।
কেননা বর্তমান সময়ে বাংলাদেশে থেকেই বিভিন্ন ফ্রি ইনকাম সাইটের কাজ করার মাধ্যমে
প্রতিনিয়ত ভালো পরিমানে টাকা ইনকাম করা যায়।
সূচিপত্রঃ ফ্রিতে ইনকাম করা যায় এমন সাইটগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন
ফ্রি ইনকাম সাইট বাংলাদেশ
ফ্রি ইনকাম সাইট বাংলাদেশ এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে
আমরা ফ্রি ইনকাম সাইট গুলো নিয়ে আলোচনা করবো। বর্তমান সময়ে অনেকগুলো ফ্রি ইনকাম
সাইট রয়েছে। যেগুলোতে কোন প্রকার টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই কাজ করে টাকা ইনকাম
করা যায়। অনেক ছাত্র-ছাত্রীরা আছে যারা এ সকল ফ্রি ইনকাম সাইট সম্পর্কে জানতে
চাই এবং কিভাবে কাজ করলে এখান থেকে ইনকাম করা যায় তা শিখতে চাই। চলুন তাহলে কথা
না বাড়িয়ে আমরা ফ্রি ইনকাম সাইটগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
microWorkers সাইট থেকে ইনকাম
microWorkers সাইট থেকে ইনকাম করার উপায় সম্পর্কে আপনারা চাইলে জেনে নিতে পারেন।
বর্তমানে এই সাইটটি থেকে ফ্রি ইনকাম করে টাকা ইনকাম করা যায়। এই সাইটটিতে কাজ
করার জন্য কোন প্রকার টাকা ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হয় না। আজকের এই পর্বে
আমরা microWorkers সাইট থেকে কিভাবে টাকা ইনকাম করা যাবে তার বিস্তারিত জেনে
নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
অ্যাকাউন্ট খোলার নিয়মঃ
এজন্য প্রথমে আপনাকে আপনার ফোনের যে কোন একটি ব্রাউজারে microWorkers লিখে
সার্চ করতে হবে। এরপর আপনার সামনে প্রথম যে
microWorkers এর ওয়েবসাইটটি আসবে সেখানে প্রবেশ করতে হবে। আপনি যেহেতু
ফ্রি ইনকাম এর মাধ্যমে টাকা বিকাশে নিবেন, তাই আপনাকে একটি একাউন্ট ফ্রি
রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে।
রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সাইটের থ্রি মিনুতে ক্লিক করতে হবে। আপনি যখন
থ্রি মেনুতে ক্লিক করবেন তখন আপনার সামনে বেশ কয়েকটি অপশন ওপেন হবে। আর এ সকল
অপশন গুলোতে দেখতে পাবেন লেখা আছে Blog, API, Login, Register ইত্যাদি। তখন আপনি
এই অপশনগুলোর মধ্যে থেকে Register অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে
আপনার সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে।
এরপর আপনি সেখানে যে সকল তথ্যগুলো চাইবে তার ঠিকঠাক ভাবে দিয়ে ফর্মটি পূরণ করে
ফেলবেন। ফর্মে যে সকল তথ্য চাইবে সেগুলোর মধ্যে অন্যতম হলো First Name, Middle
Name, Last Name, Gender, Company, Birth Date, Password, City, Adress ইত্যাদি
নানা তথ্য পূরণ করতে হবে।
আপনি যখন এ সকল যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করে ফেলবেন, তখন নিচের দিকে
তাকাবেন যেখানে লেখা থাকবে submit নামের একটি অপশন। সেখানে ক্লিক করবেন। তাহলে
আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এবার আপনার
অ্যাকাউন্ট টাকে বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য একটিভ করার প্রয়োজন পড়বে। আপনি
এবার আপনার একাউন্টটাকে কিভাবে একটিভ করবেন তা দেখে আসি।
অ্যাকাউন্ট একটিভ করার উপায়ঃ
এবার আপনার অ্যাকাউন্টটাকে একটিভ করার জন্য উপরের থ্রি লাইন মেনুতে ক্লিক করতে
হবে। এর পর দেখবেন অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। সেই অপশনগুলোর মধ্যে থেকে
আপনাকে Account নামক অপ্সানে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে আপনার
একাউন্টটি ভেরিফাই করার জন্য বিভিন্ন ধরনের মাধ্যম চলে আসবে।
সেই মাধ্যম গুলোর মধ্যে আপনি মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করা যায় Varify Phone
এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে ফোন নম্বর দেওয়ার একটি অপশন চালু
হবে। সেখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন।
এরপর আপনার কাজ হবে আপনার ফোনের মেসেজ অপশনটি ওপেন করে সেখানে লিখতে হবে
Activate তারপর এটি লিখে লিখে +1 972-360-9222 নাম্বারে পাঠিয়ে দিতে
হবে। এই কাজটি করা হলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এবার আপনি
এই সাইটে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত।
ফ্রি কাজ করার উপায়ঃ
আপনার একাউন্টে যেহেতু এখন কাজ করার জন্য প্রস্তুত। তাই আপনি এই অ্যাকাউন্টের কাজ
করে ফ্রিতে টাকা ইনকাম করে বিকাশের মাধ্যমে তা উত্তোলন করতে পারবেন। এই সাইটে
বাংলাদেশিদের জন্য সবচাইতে বেশি Gmail তৈরির কাজ পাওয়া যায়। এই সাইটটিতে আপনি
Gmail তৈরি করে তা বিক্রি করার মাধ্যমে প্রতি জিমেইলে ৫ থেকে ২০ টাকা
পর্যন্ত ইনকাম করতে পারবেন।
আপনি যদি দৈনিক ৩০ টির মতো জিমেইল তৈরি করতে পারেন, তাহলে আমরা যদি ধরি একটি
gmail তৈরি করে ১০ টাকা দিয়ে বিক্রি করা হবে। তাহলে আপনার দৈনিক আয় হবে ৩০০
টাকা করে। যা প্রতিমাসে ৯ হাজার টাকা করে।
আরো পড়ুনঃ মাসে ৩০ হাজার টাকা আয় করার ১০টি সেরা উপায়
এখনকার সময়ে এটি অনেক টাকা। তাছাড়াও এখানে জিমেইল তৈরির করার পাশাপাশি আরো নানা
রকমের কাজ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো ওয়েবসাইট ভিজিট করা, ওয়েবসাইট
রেজিস্ট্রেশন করা ইত্যাদি। এ সকল এক একটি কাজ করার বিনিময়ে আপনি ৫ টাকা থেকে
শুরু করে ১০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
পেমেন্ট নেওয়ার পদ্ধতিঃ
আপনার ব্যালেন্সে যদি সর্বনিম্ন ৫ ডলার হয়, তাহলে আপনি পেমেন্ট নিতে পারবেন। তবে
আপনি প্রথমে পেমেন্ট নিতে পারবেন Skrill, PayPal, AirTm এর মাধ্যমে। এ সকল
পেমেন্ট মেথডে যখন আপনার ডলার পেমেন্ট পেয়ে যাবেন। তখন আপনি এই ডলার বাংলাদেশের
বিভিন্ন buysell site এ বিক্রি করে বাংলাদেশি টাকা বিকাশের মাধ্যমে কিংবা নগদের
মাধ্যমে নিয়ে নিতে পারবেন। এভাবে আপনি microWorkers ওয়েবসাইট থেকে কাজ করে
ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন।
Facebook সাইট থেকে টাকা ইনকাম
আপনি চাইলে Facebook থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিতে
পারেন। বর্তমান সময়ে ফেসবুক একটি জনপ্রিয় ফ্রি ইনকাম সাইট। অর্থাৎ এখানে কাজ
করার জন্য কোন প্রকার বিনিয়োগের প্রয়োজন পড়ে না। আপনি এই প্লাটফর্মে বিভিন্ন
ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন।
আজকাল অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক এর মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করছে। এখান
থেকে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়। উপায় গুলোর মধ্যে অন্যতম হলো
In-stream-Ads, Ads on reels, Facebook star program, Affiliate marketing,
Facebook marketing ইত্যাদি। নিচের আলোচনা থেকে আমরা এই উপায় গুলোতে কিভাবে
ইনকাম করতে পারবেন চলুন তা জেনে আসি।
In-stream-Ads:
কিছুদিন আগেও In-stream-Ads এর মাধ্যমে ভিডিও বানিয়ে ইনকাম করা যেত। তবে বর্তমান
সময়ে In-stream-Ads এর মাধ্যমে ভিডিও বানিয়ে ইনকাম করার অপশনটি বন্ধ করে দেওয়া
হয়েছে।
Ads on reels:
বর্তমানে এটি ব্যাপক জনপ্রিয়। আজকাল অনেক মানুষই ছোট ছোট রিল ভিডিও তৈরি করে
ফ্রিতে লাখ লাখ টাকা ইনকাম করছে। Ads on reels এর মাধ্যমে ইনকাম করার জন্য আপনার
একটি ফেসবুক পেজ থাকা লাগবে। সেখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও বানাতে পারেন।
আর এগুলোর ভিডিওর ডিউরেশন 20 থেকে 25 সেকেন্ড রাখতে পারেন। আপনি চাইলে লং
ভিডিও তৈরি করতে পারেন। সেই সকল ভিডিও তৈরি করেও Ads on reels এর মাধ্যমে ইনকাম
করতে পারবেন।
Facebook star program:
বর্তমান সময়ে এটির মাধ্যমেও মানুষ অনেক টাকা ইনকাম করে থাকছে। এই মাধ্যমটি হলো
আপনার যদি ভিডিও মানুষের ভালো লাগে তাহলে তারা তাদের টাকা খরচ করে আপনার জন্য
স্টার পাঠাবে। আর প্রতি স্টারের বিনিময়ে একটি নির্দিষ্ট টাকা আপনি পাবেন। এটি
পাওয়ার জন্য আপনার অর্ডিন্যান্সের ভালোবাসা পাওয়া লাগবে। অর্থাৎ আপনাকে এমন
ভিডিও তৈরি করতে হবে যে সকল ভিডিও গুলো আপনার অর্ডিন্যান্স অনেক বেশি পছন্দ করে।
তাহলেই Facebook star আপনি পেতে সক্ষম হবেন। যার মাধ্যমে আপনার ইনকাম হবে।
Affiliate marketing:
আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
এজন্য আপনার ফেসবুক পেজে পর্যাপ্ত সংখ্যক ফলোয়ার থাকার প্রয়োজন রয়েছে। আপনার
ফেসবুক পেজে যখন অনেক বেশি ফলোয়ার থাকবে, তখন বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান
আপনাকে তাদের পণ্য বা প্রোডাক্ট বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিবে।
আপনি সেই বিজ্ঞাপন যদি আপনার অডিন্সকে দিয়ে সেই পণ্য বা প্রোডাক্ট তাদের কাছে
বিক্রি করতে পারেন। তাহলে সেই কোম্পানি বা প্রতিষ্ঠান কর্তৃক আপনি কমিশন ভিত্তিক
ইনকাম করতে পারবেন। এভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম
করা যায়।
Facebook marketing:
ফেসবুক মার্কেটিং করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তবে এই কাজটি করার জন্য
আপনার ফেসবুক পেজে পর্যাপ্ত সংখ্যক ফলোয়ার থাকতে হবে। আপনার পেজে যত বেশি
ফলোয়ার থাকবে তত বেশি আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন।
আপনি যদি পেজে পর্যাপ্ত সংখ্যক ফলোয়ার থাকে তাহলে বিভিন্ন কোম্পানি বা
প্রতিষ্ঠান আপনাকে তাদের পণ্য বা প্রোডাক্ট বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিতে বলবে।
আপনি যদি আপনার অডিয়েন্সের মাঝে সেই বিজ্ঞাপন দিতে পারেন। তাহলে সেই কোম্পানি বা
প্রতিষ্ঠান থেকে টাকা পাওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এভাবে ফেসবুক মার্কেটিং
এর মাধ্যমে ইনকাম করা যায়। ত
Swagbucks সাইট থেকে ইনকাম
Swagbucks সাইট থেকে ইনকাম করার উপায় সম্পর্কে আপনারা চাইলে বিস্তারিত জেনে
নিতে পারেন। বর্তমান সময়ে নানা উপায়ে অনলাইন থেকে ইনকাম করা যায়। আর ফ্রিতে
যদি অনলাইন থেকে ইনকাম করা যায় তাহলে তো কোন কথাই নেই। Swagbucks
সাইট এমন একটি সাইট যেখানে আপনি ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন।
অর্থাৎ এখানে কাজ করার জন্য আপনার তেমন কোন টাকা ইনভেস্টমেন্ট করার প্রয়োজন
নেই। ছোট ছোট কাজ করেই এই সাইট থেকে টাকা ইনকাম করা যায়। এই সাইট থেকে যেগুলোর
মাধ্যমে ইনকাম করা যায় সেগুলোর মধ্যে অন্যতম হলো সার্ভে পূরণ করে,
অনলাইনে কেনাকাটা করে, গেম খেলে, ভিডিও দেখে ইত্যাদি। অর্থাৎ আপনি এ সকল
কাজগুলো করার মাধ্যমে Swagbucks সাইট থেকে ইনকাম করতে পারবেন।
আপনি এই সাইটে কাজ করে পয়েন্ট জমিয়ে বিশ্বের সবথেকে জনপ্রিয় অনলাইন
প্রতিষ্ঠান অ্যামাজন, ওয়ালমার্টের মতো সাইটগুলোতে এই পয়েন্ট গুলো ব্যবহার
করতে পারবেন। তারপর আপনার পছন্দমতো কোন কিছু কেনাকাটা করতে পারবেন। আপনি যদি
ঠিকঠাক ভাবে কাজ করতে পারেন তাহলে এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে
পারবেন। আপনার একাউন্টে যখন ৫ ডলার হয়ে যাবে তখন আপনি এই ডলার Paypal এর
মাধ্যমে নিতে পারবেন।
আরো পড়ুনঃ ঘরে বসে প্যাসিভ ইনকাম করুন ৭টি উপায়ে
আপনার যখন Paypal একাউন্টে টাকা চলে আসবে তখন আপনি Paypal থেকে ডলার
বাংলাদেশের বিভিন্ন বাইসেল সাইটে বিক্রি করে দিয়ে বাংলাদেশি টাকা নগদ,
বিকাশ, রকেটের মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন। যেহেতু বাংলাদেশে Paypal
একাউন্ট সাপোর্ট করে না। তাই আপনার যদি কোন পরিচিত ফ্রিল্যান্সার ভাই বোনের
কাছে এই অ্যাকাউন্ট থাকে, তাহলে তার একাউন্টে ডলার নিয়ে তার কাছ থেকেই
বাংলাদেশি টাকা নিয়ে নিতে পারেন। এভাবে আপনি Swagbucks সাইট সাইট থেকে
টাকা ইনকাম করতে পারেন।
Truelancer সাইট থেকে টাকা ইনকাম
আপনি চাইলে Truelancer সাইট থেকে টাকা ইনকাম উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিতে
পারেন। বর্তমান সময়ে ফ্রিতে অনেক কাজ করা যায়। ফ্রি কাজ করা মানে কোন প্রকার
টাকা ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই এমনটা বুঝায়। আজকে আমরা যে সাইটটি নিয়ে
আলোচনা করছি সেখানে আপনি টাইপিং করে ইনকাম করতে পারেন। আপনি যদি টাইপিং এ
মোটামুটি পারদর্শী হতে পারেন। তাহলে এই কাজটি করে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।
আর এই সাইটে কোন প্রকার ডিপোজিট ছাড়াই ইনকাম করার সুযোগ রয়েছে।
Truelancer সাইটটি মূলত একটি ফ্রিল্যান্সিং সাইট। এই ওয়েবসাইটে আপনি
বিভিন্ন ধরনের সহজ সহজ টাইপিং এর কাজ পাবেন। যেগুলো করার মাধ্যমে আপনার ইনকাম
হবে। এখানে বিভিন্ন প্রকার টাইপিং এর কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ
হলো বিভিন্ন ধরনের ডকুমেন্ট লেখা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট লেখা, বিভিন্ন
ধরনের অডিও শুনে টাইপ করা বা ভিডিও দেখে টাইপ করার কাজ, এক্সেল সিট তৈরি করা।
অর্থাৎ আপনি এই সাইটে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কিত কাজগুলো করে টাকা
ইনকাম করতে পারবেন। এ কাজগুলো করতে তেমন দক্ষতার প্রয়োজন হয় না।
মোটামুটি মানের টাইপিং দক্ষতা থাকলেই এ কাজগুলো করা যায়। এই কাজগুলো অত্যন্ত
সহজ বিশেষ করে এই কাজগুলোর চাহিদা ইউরোপ বা আমেরিকাতে সবচাইতে বেশি রয়েছে।
তাই এই সাইটে কাজ করার জন্য এই সাইটে প্রবেশ করে আপনার একটি প্রোফাইল তৈরি করতে
হবে। তারপর টাইপিং যতো ধরনের কাজ রয়েছে সেগুলো সার্চ করতে হবে।
আপনি যদি এই কাজগুলো কিভাবে করলে ভালো হয় তা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে
youtube এর নানা ভিডিও দেখতে পারেন। সেখানে এই কাজ সম্পর্কে অনেক ভিডিও রয়েছে।
আপনি যখন Truelancer সাইটে কাজ করে ব্যালেন্সে ভালো টাকা জমাতে পারবেন। তখন
সেই টাকা ব্যাংক কিংবা Paypal, Payoneer একাউন্টের মাধ্যমে উত্তোলন করে নিতে
পারবেন।
আপনি যদি টাকা Payoneer এর মাধ্যমে উত্তোলন করেন তাহলে প্রথমে ডলার এখানে
নিয়ে তারপর বাংলাদেশি বিভিন্ন বাইসেল সাইটে ডলার বিক্রি করে দিয়ে
বাংলাদেশি টাকা নগদ, বিকাশ এর মাধ্যমে উত্তোলন করে দিতে পারেন। এভাবে আপনারা
Truelancer সাইট থেকে ইনকাম করতে পারবেন।
Cointiply সাইট থেকে টাকা ইনকাম
Cointiply সাইট থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে আপনারা চাইলে জেনে নিতে
পারেন। বর্তমান সময়ে Cointiply একটি ফ্রি টাকা ইনকাম সাইট। এখানে আপনি
কোন প্রকার টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। আপনি
এখানে যে সকল কাজগুলো করে টাকা ইনকাম করতে পারবেন সেগুলো ছোট ছোট ধরনের কাজ।
এই কাজগুলোর মধ্যে অন্যতম হলো গেম খেলা, বিজ্ঞাপন দেখা, ভিডিও দেখা, সার্ভে
পূরণ করা, বিভিন্ন অ্যাপ ইন্সটল করা ইত্যাদি। এ সকল ছোট ছোট কাজ করার মাধ্যমে
আপনারা এই সাইট থেকে ইনকাম করতে পারবেন। আপনি এই ওয়েবসাইট থেকে এ সকল কাজগুলো
করার মাধ্যমে যে সকল অর্থ উপার্জন করবেন সে সকল অর্থ আপনার একাউন্টে
বিটকয়েন হিসেবে জমা হবে।
এরপর আপনি বিটকয়েন গুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আপনি বিটকয়েন এক্সচেঞ্জ
করে Binance একাউন্টে নিয়ে নিতে পারবেন। আপনি যখন Binance একাউন্টে
বিটকয়েন এক্সচেঞ্জ করে ডলার নিয়ে নিতে পারবেন। তখন সেই ডলার বাংলাদেশি
বিভিন্ন বাইসেল সাইটে বিক্রি করার মাধ্যমে বাংলাদেশি টাকা নগদ, বিকাশ, রকেটের
মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন।
আরো পড়ুনঃ ভবিষ্যতে কোন কাজের চাহিদা বেশি বিস্তারিত জানুন
এভাবে আপনারা Cointiply সাইট থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে
উপরের আলোচনা থেকে ফ্রি ইনকাম সাইট বাংলাদেশ এবং microWorkers সাইট থেকে
ইনকাম করার উপায় সম্পর্কেও বিস্তারিত জেনে আসতে পারেন।
ছবি বিক্রি করে ইনকাম
আপনি চাইলে ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন। বর্তমান সময়ে বিভিন্ন সাইট
রয়েছে যেগুলোতে আপনি ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন। এই কাজটি ফ্রিতে করা
যায়। অর্থাৎ বেশি শ্রম দেওয়ার প্রয়োজন পড়ে না এবং কোন প্রকার টাকা
ইনভেস্ট করতে হয় না।

প্রথমে আপনাকে সুন্দর সুন্দর ছবি তুলতে হবে। তারপর বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি
করতে হবে। আজকাল অনেকেই ব্লগ, নিউজ কিংবা প্রেজেন্টেশনের জন্য স্টক ফটোকপি
ওয়েবসাইট গুলো থেকে ছবি কিনে থাকে। তাই আপনি চাইলে এই কাজটি করে ইনকাম করতে
পারেন। আপনার ছবিগুলো অন্যরা কেনার মাধ্যমেই আপনার ইনকাম হয়ে থাকবে। আপনি আপনার
তোলা ছবিগুলো থেকে সেরা ছবিগুলো বেছে নিয়ে বিভিন্ন ফটোগ্রাফি সাইট যেমন
Shutterstock, Adobe Stock, iStock, Getty Images ইত্যাদি সাইট গুলোতে ছবি বিক্রি
করার মাধ্যমে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন।
এই কাজ করার জন্য আপনাকে প্রথমে যে কোন একটি স্টক ইমেজ ওয়েবসাইটে অ্যাকাউন্ট
খুলে দিতে হবে। এরপর আপনার তোলা সেরা ছবিগুলো সেখানে আপলোড দিতে হবে। আপনি এমন
সকল ছবি তুলবেন যে সকল ছবি মানুষ বেশি ওয়েবসাইট থেকে কিনে। তাহলে আপনার ইনকামও
বেশি হবে। এভাবে আপনি ফটোগ্রাফি করে ইনকাম করতে পারেন।
Freelancer সাইট থেকে ইনকাম
আপনি চাইলে Freelancer সাইট থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে
নিতে পারেন। আজকাল অনলাইন থেকে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করা যায়। বর্তমান
সময়ে অনলাইন থেকে যতো উপায়ে টাকা ইনকাম করা যায় সেগুলোর মধ্যে অন্যতম একটি
ফ্রি অনলাইন ইনকাম সাইট হলো Freelancer সাইট। এই সাইটে আপনি বিনামূল্যে
রেজিস্ট্রেশন এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এই সাইট থেকে ইনকাম করার জন্য আপনাকে বেশ কিছু বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে
হবে। কারণ বর্তমান সময়ে ভালো দক্ষতা অর্জন না করতে পারলে ভালো কিছু করা সম্ভব
নয়। এই সাইটে মূলত ইনকাম করার উপায় গুলো হলো কম্পিউটারের বেসিক জানা, গ্রাফিক্স
ডিজাইন জানা, ভিডিও এডিটিং করতে পারা, আর্টিকেল রাইটিং করতে পারা, ট্রান্সলেশন
করতে পারা, ডাটা এন্ট্রির কাজ করতে পারা। অর্থাৎ এ সকল কাজগুলোর মধ্যে যেকোন একটি
কাজে দক্ষতা অর্জন করতে পারলে আপনি খুব সহজেই Freelancer সাইট থেকে ইনকাম করতে
পারবেন।
আর এই সাইট থেকে কাজ করার মাধ্যমে মোটা অংকের টাকা ইনকাম করা যায়। এই সাইটে
একাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে Freelancer সাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশনের
মাধ্যমে একাউন্ট খুলে দিতে হবে। আমি যদি Freelancer সাইটে একাউন্ট খুলতে সমস্যা
হয় তাহলে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে সেই অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। অ্যাকাউন্ট
খুলে নেওয়ার পর আপনি যে কাজ করতে আগ্রহী সে কাজের উপর একটি বিজ্ঞাপন তৈরি করতে
হবে।
আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি
তারপর তা ক্লায়েন্ট এর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি যদি
ক্লায়েন্ট পেয়ে নেন। তাহলে সেই ক্লায়েন্টের কাজটি করার মাধ্যমে মোটা অংকের
টাকা ইনকাম করতে পারবেন। এভাবে আপনি খুব সহজেই Freelancer সাইট থেকে টাকা ইনকাম
করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে উপরের আলোচনা থেকে ফ্রি ইনকাম সাইট
বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।
Amazon সাইট থেকে টাকা ইনকাম
আপনি চাইলে Amazon সাইট থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিতে
পারেন।বর্তমান সময়ে Amazon সাইট থেকে মোটা অংকের টাকা ইনকাম করা যায়। আর
এই কাজ ফ্রিতে করা যায়। অর্থাৎ এই কাজ করতে তেমন কোন বিনিয়োগের প্রয়োজন
হয় না।

এজন্য আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ
আপনাকে এই বিষয়ে দক্ষ হতে হবে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে
হয় তা না জানেন তাহলে অনলাইনে বিভিন্ন কোর্স করার মাধ্যমে তা জেনে নিতে পারেন।
অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং এর এর কাজ হলো আপনি মূলত আমাজনের বিভিন্ন প্রোডাক্ট
বা পণ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে প্রচার, ব্যান্ডিং কিংবা
বিজ্ঞাপনের দিয়ে আপনি অ্যামাজন প্রতিষ্ঠানের যতো সংখ্যক পণ্য বা প্রোডাক্ট
বিক্রি করে দিতে পারবেন ততো পরিমাণ পণ্য বা প্রোডাক্ট এর উপর কমিশন ভিত্তিক ইনকাম
করতে পারবেন।
এভাবেই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে মোটা অংকের টাকা
ইনকাম করা যায়। আর বর্তমান সময়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং
করার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো। যেমন ইউটিউব,
ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি। সাধারণত এ সকল প্লাটফর্ম গুলোতেই মানুষজন
বেশি একটিভ থাকে।
যার কারণে আপনি যদি আমাজনের বিভিন্ন প্রোডাক্ট বা পণ্য সম্পর্কে বিজ্ঞাপন তৈরি
করে এ সকল সোশ্যাল মিডিয়া পারফর্ম গুলোতে দিতে পারেন। তাহলে সহজেই সেই পণ্য বা
প্রোডাক্ট কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন। আর এর মাধ্যমে অ্যামাজন থেকে
অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কমিশন ভিত্তিক ইনকাম করতে পারবেন। এভাবে
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়।
ভার্চুয়াল সহকারী হিসেবে ইনকাম
আপনি চাইলে ভার্চুয়াল সহকারী হিসেবে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে
নিতে পারেন। বর্তমান সময়ে ফ্রিতে ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করে ভালো পরিমাণে
টাকা ইনকাম করা যায়। আর এই কাজটি করা যায় বাড়িতে থেকেই। আজকের এই পর্বে আমরা
ভার্চুয়াল সহকারী হিসেবে কিভাবে টাকা ইনকাম করা যায় তার সম্পর্কে বিস্তারিত
জেনে নেবো। ভার্চুয়াল সহকারীর কাজ মূলত ব্যক্তিগত সহকারীর মতোই।
শুধু পার্থক্য হলো এটি অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। ভার্চুয়াল সহকারীর
কাজগুলো হলো ইমেইলের উত্তর দেওয়া অর্থাৎ ইমেইলে যে সকল ইমেইল আসবে সেগুলো পড়ে
সঠিকভাবে সেগুলোর উত্তর দেওয়া। আরেকটি কাজ হলো বিভিন্ন বিষয়বস্তু লেখা অর্থাৎ
ব্লগ, সোশ্যাল মিডিয়া কিংবা ওয়েবসাইটের জন্য বিভিন্ন ক্যাটাগরির কনটেন্ট তৈরি
করা। আরো একটি কাজ হলো গবেষণা ও তথ্য সংগ্রহ করা অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক তথ্য
খুঁজে বের করে সেগুলো বিচার বিশ্লেষণ করা।
আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হলো মন্তব্য মডারেশন অর্থাৎ পোস্ট বা ভিডিওতে আসা
অপ্রাসঙ্গিক মন্তব্য গুলো মুছে ফেলা। ভার্চুয়ালি সহকারী চাকরি করে আপনি নিয়মিত
২ ডলার থেকে ৩০ ডলার পর্যন্ত উপার্জন করতে পারবেন। বাড়িতে বসে কাজ করার জন্য
আমার কাছে এই কাজটি অত্যন্ত জনপ্রিয় একটি কাজ। ভার্চুয়াল সহকারি হিসেবে কাজ
করার জন্য আপনাকে আগে ভার্চুয়াল সহকারী কাজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে দক্ষতা
অর্জন করতে হবে।
তারপর বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে এই কাজের জন্য এপ্লাই করতে হবে।
বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে অন্যতম হলো Upwork, Fiverr,
Freelancer PeoplePerHour, Onlinejobs ইত্যাদি। এভাবে আপনি ভার্চুয়াল সহকারী
হিসেবে চাকরি করে ইনকাম করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে উপরের আলোচনা
থেকে ফ্রি ইনকাম সাইট বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।
লেখকের শেষ কথা
উপরের আলোচনা থেকে আমরা ফ্রি ইনকাম সাইট বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত
জেনে এসেছি। আমরা আরো জানতে সক্ষম হয়েছি microWorkers সাইট থেকে ইনকাম করার
উপায় সম্পর্কেও। বর্তমান সময়ে অনলাইনে অনেক কাজ রয়েছে। এমন এমন কাজ রয়েছে
সেগুলো আপনি ফ্রিতেই করতে পারবেন অর্থাৎ কোন প্রকার টাকা ইনভেস্ট না করেই করতে
পারবেন।
আমি উপরের আলোচনায় এমন বেশ কয়েকটি জনপ্রিয় কাজ সম্পর্কে বা সাইট সম্পর্কে
আলোচনা করার চেষ্টা করেছি যেগুলোতে আপনি ফ্রিতে কাজ করে টাকা নিয়ে করতে পারবেন।
উপরের আলোচনায় আমি যে সকল সাইটগুলো নিয়ে আলোচনা করেছি আপনি চাইলে সেই সাইডগুলো
সম্পর্কে বিস্তারিত জেনে আপনিও এখান থেকে ইনকাম করতে পারেন। আশা করছি আপনারা
উপরের আলোচনাটি পড়ার মাধ্যমে উপকৃত হতে পারবেন।
রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url